হিংসা করে কার লাভ
যদি লাভ ক্ষতির হিসাব করি,
এই জটিল অঙ্ক মিলাতে পারবে না---
এক কথায় সেই হিংসাকারি।


হিংসার বশবর্তী হয়ে
মেতে উঠে নানা অন্যায় কাজে,
ভালো তো হয়না হিংসাকারির
ডুবে যায় অতলে, সেই অন্যায়ে মজে।


ক্ষতির উপর  ঘটে আরো ক্ষতি
এক লহমায় হারায়,
দীর্ঘ কাল ধরে অর্জিত----
সব নাম যশ খ্যাতি।


শ্রম দিয়ে যা কিছু হয় অর্জন
তাতে থাকে মনের মাঝের গভীর অহংকার,
আনন্দের ফল্গুধারা গর্জে ওঠে হয় চঞ্চল
হৃদয়ের দুকূল উপচিয়ে ধারণ করে বিশাল আকার।


হিংসাকে রাখি দূরে
মনের মাঝে রাখি তুষ্টি
মনের কোনে কোনে বয়ে চলুক শান্তির বারিধারা
এ নশ্বর দেহে পড়ুক করুণাময়ের অপলক দৃষ্টি।