রঙটি আমার নিকষ কালো
নেই চাকচিক্য বাহার,
রাতদিন করি সব পরিষ্কার
করি নোংরা আহার!


চিনতে আমায় পেরেছো কি?
কি নাম আমার বলো?
আগে আমরা ছিলাম অনেক
হারিয়ে সব গেলো!


খুঁজতে হয় আজ আমাদেরকে
নানা শহর নগর,
ডাকে সবাই কা কা রবে
চোখটা করে ডাগর।


পায়না খুঁজে মা কোকিলা
ভাবে আমরা কোথায়?
ওদের সন্তান দেখে না মুখ
মন ভরে যায় ব্যথায়।


পরিবেশ হচ্ছে বড়ো বিষাক্ত
দিন দিন হচ্ছে তার ক্ষতি,
হাজার বছর বাঁচবে মানুষ
হয় যদি তার মতি।