কার কপালেতে কি আছে ভাই
বলতে তা আর কেউ কি পারি?
আজকে যদিও আছি ধরাধামে
কাল দিতে পারি ওপারে পাড়ি!


লিখতে গিয়ে কাঁপছে হাতটা
মনের মাঝে অদ্ভুত আলোড়ন,
ভুলতে পারছি না ভবের মায়া
জাগছে প্রাণে শীতল শিহরণ।  

করোনা আজকে দিচ্ছে শিক্ষা  
হাল সময়ে মরণটা বড়ো সহজ,  
খচ খচ করে লিখছে করোনা
ভরে ফেলছে যমরাজ কাগজ।


বলার মতো নেই কিছু আর
তর তর বাড়ছে লাশের পাহাড়,
বিশ্ব জুড়ে শুধুই মৃত্যুর মিছিল
চলছে যেন মৃত্যুর কারবার।


হারবোনা এই শপথ নিয়ে আজ
করছে লড়াই এ দুনিয়া প্রাণপণ
মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জীবন
প্রতিজ্ঞা জিতবোই এ মহা রণ ।