ক্লান্তি আজিকে ধরেছে ঘিরে
ক্লান্ত এ দেহ মন শরীর,
নিশিদিন থাকি বসে চুপচাপ
করি একা একা বিড়বিড়।  


ভালো লাগেনা কোন কিছুই এখন  
সবকিছু লাগে বিষাদ,
চার দিকের চলমান ঘটনা দেখে
মন হয়ে যায় উদাস।  
    
শিক্ষা দীক্ষার হাল দেখে আজ
মনেতে পাই বড় কষ্ট ,
নম্বর সর্বস্ব লেখা পড়ায় আজকাল
বিষয় জ্ঞানের অভাব স্পষ্ট ।  


বেকারের কথা বলবো কি আর আজ
সাকার-ই যে কাজ হারায় ,
প্রতিদিন হচ্ছে বন্ধ কল কারখানা
মানুষগুলো বড়ো অসহায়।


চাষির হাল অসহনীয় বড় কঠিন
পায়না ফসলের নায্য মূল্য,
প্রকৃতিও দেখছি হচ্ছে দিনদিন বিমুখ
জীবন যে সবার মৃত্যু সমতুল্য ।


ভেঙে পড়া সমাজ ব্যবস্থা দেখে আজ
দুচোখ ভরে আসে জল,
মানুষে মানুষে বিভেদের বিষ! কেন?
কিসের পরিনতি? কিসের ফল?


এমনি করে যায় না বেঁচে থাকা
এ তো মৃত্যুরই সামিল,
সবাই চেয়ে আছি- আবিভূত হবেন মহান!
মারবেন ঐ মৌচাকে ঢিল।