দেখেছিলাম সেদিন তারে
রাত দুপুরে ঘুমের ঘোরে,  
রেখেছিলাম হৃদয় ক্রোড়ে
প্রাণপণে আঁকড়ে ধরে ।
বেঁধেছিলাম স্বপ্নে বাসা
বৃথা হলো  সকল আশা
ধেয়ে এলো ঝড় সর্বনাশা
কেড়ে নিতেই আজ হতাশা ।
বিধাতার সে যে কি মার
সুযোগ দেয় না বারংবার,  
মিছে কেন এত অহংকার
ঘটায় অহং পতন সবার।
বাঁঁচবি ধরায় যে ক'টা দিন
'মানুষ' নামে বাজাস বীণ,
চন্দ্র সূর্যে রাখিস ঋণ
আসবে ফিরে আবার সুদিন।