সকালে আসার সময় টাক্সিতে
কেষ্টপুর থেকে ধর্মতলায়,
ফুটপাতে দেখি শিশু সহ মা
কেমন নিশ্চিন্তে ঘুমায়!


নেই কি কোন ভয় ডর?
নেই কি শঙ্কা ডেঙ্গির?
ছাদ হীন মানুষ-----
পরিবর্তন হোক দৃষ্টিভঙ্গীর।


শিশুর দল খেলে  ফুটপাতে,
চারদিকে ছোটে গাড়ী,
বিপদের ভয়ে সদা
মায়ের মন ভারী।


আলোর রোশনি চারপাশে,
আকাশে নীল সাদা মেঘ,
লক্ষ কোটির মূর্তি পান্ডেলে
জাগে আনন্দের রেশ।


হাসে সিটি অব জয়-----
প্রিয় কোলকাতা,
প্রতি পরিবারের মাথায় ছাদ;
শারদ উৎসবে এই হোক মোদের প্রত্যাশা।