বাইরে গেছে ছেলেটা তার
নেইকো এখানে কোন কাজ,
থাকতো যদি কাজ হেথায়
কষ্ট হতো না মায়ের আজ!        

নাতি দুটো শুধুই কাঁদে
রাতদিন বাবা বাবা করে,
থাকতো যদি ব্যাটা কাছে
খুশি ঝরতো সংসার জুড়ে।    
    
দেশের হালত কেন এমন
কেনই বা নেই কারো কাজ?
কি কারণে ভুগছে এ দেশ  
বলতে কেন আজ এত লাজ!  
    
ছেলেটা তার কখন কি খায়
মনটা ভেবে হু হু করে,
মায়ের মনের ব্যথা বেদন
অশ্রু হয়ে অঝোর ঝরে।


চোখেরজল ফেলে রাতে
থাকে শুয়ে ভুঁইয়ে একা,
কাঁদতে কাঁদতে বালিশ ভিজে
মনটা লাগে বড়ো ফাঁকা।  


কেঁদে কেঁদে কাটবে জীবন
জানে পাবেনা ফিরে সুখ,  
সংসারটা যাবে ভেসে তার
নামবে আঁধার পাবে দুখ ।