দেখছি তো তুই রাজার মতো
আছিস শুয়ে নিজের ঘরে,
কত লোক মরছে যন্ত্রণায়
দেখরে চেয়ে আজ বেঘোরে।


মাথার উপর আছে রে ছাদ
মাসের শেষে  অর্থ আসে,
নিত্য থাকিস নেশায় মত্ত
জীবন যাচ্ছে জলে ভেসে!


যার নেই কোন টাকা কড়ি
একই মেধায় রয় সে দূরে,
ভাবনা দেখিনা কার কভু
শিক্ষা নিয়ে চিন্তা করে!


শিক্ষা খাতে বাড়েনা বাজেট
পায়না গরীব সমান সুযোগ,
যাচ্ছে হারিয়ে মেধাশক্তি
করছে একদল অন্যায় ভোগ!


হারিয়ে মেধা হচ্ছি নিঃস্ব
পড়ছে দেশ ক্রমশ পিছিয়ে,
আয়রে সবাই নেরে শপথ
মেধা দাঁড়াক নিজের পায়ে।