(শ্রদ্ধেয় কবি মুহাম্মদ মনিরুজ্জামান মহাশয়ের "মজাক্ষরা"-তে অনুপ্রানিত হয়ে ঐ ধাঁচে কবিতা লেখার তৃতীয় ও চতুর্থ প্রয়াস।)


মজাক্ষরা-৩


কাঁচাপাকা
চুলদাড়ি
নয় সুশ্রী  
বেশভূষা বাড়াবাড়ি
বেটা ছেলে
হলে বাঁকা  
হবে নাকো
কোনো কালে ছাড়াছাড়ি!        
  
  
মজাক্ষরা-৪


শ্রাবণের
খেলা শেষ
এলো ভাদ্র
হাঁস ফাঁস করে মরি
তাল গাছে
পাকা তাল
আশা জাগে    
তাল বড়া কিছু করি।