আঁধার চারদিকে
আকাশে বাতাসে হাহাকার,
রূদ্ধ জীবনের পথ
আশাহত বেকার।


নেই লক্ষ্য
নেই  কোনো দিশা,
হতাশা করে গ্রাস
নেই সীমা পরিসীমা।


দু মুঠো অন্ন  
মাথায় একটু ছাদ
সামান্য এই চাহিদা
নানা ছলে হচ্ছে বরবাদ।


নানা কায়দায় চলে শোষণ
বাড়ে গরীবি,
আত্মহত্যা করে বেকার
তবুও  ফেরায় না দৃষ্টি।


নেয় না  ফলপ্রসু নীতি ---
বাড়ে অভাবি,
হতাশায় ভেঙ্গে
বেছে নেয় জীবন্ত সমাধি।


একমাত্র পথ
সাম্যবাদ-সমাজতন্ত্র
দেশে দেশে ফিরে আসুক
সেটাই হোক নতুন মন্ত্র।