নেংটি ইঁদুর বড়ো চতুর
সন্ধি করে হুলোর সাথে,
পেলে সুযোগ ভাঙবে বেল
মোটা টমের ভোঁটকা মাথে।


নেংটি হুলো মিলে দুজনে
আঁটলো ফন্দী বড়ো জব্বর,
পায় যদি একবার সুযোগ
করবে বন্দী দেবে কবর।


টমের উপর বড়োই রাগ
শুনেনা টম কারোর কথা,
রাতের বেলায় চেঁচায় শুধু
ভাঙায় সবার ঘুম অযথা।


ঘুমের বড়ি খেয়ে ঘুমোয়
একা হুলো রাতের বেলা,
ভেঙে গেলে তার কাঁচা ঘুম
বুঝে ঘুম ভাঙার ঠেলা।


নেংটি আবার গভীর রাতে
নিজের ধান্দায় বেড়ায় ঘুরে,
দেখতে পেলেই টম বাবাজী
ডাকে তারে নাকি সুরে।


বিরক্ত হয় দুজনে ওরা
বানায় দড়ির মস্ত এক ফাঁস,
ছুটে যেতেই টম বাবাজী
মেঝেয় ছিটকে পড়ে ধপাস।


তাইনা দেখে হাসি ফুটে
বের করে ওরা দন্ত রাজি,
"দেখনা ভজা কেমন মজা
খেলো কেমন ডিগবাজি!"


ব্যথা পেয়ে যেই কাঁদে টম
পায় দুজনার বিরাট হাসি,
সুযোগ পেলে ফিরাবে টম
পাঠাবে ওদের গয়া কাশি।