ওষুধ চাও
ভেগে যাও
কে দেবে কিনে?
টাকা চাও
পয়সা চাও
যাও চলে চিনে!


হাতের টাকা
পকেট ফাঁকা
নেই তো কারোর কাজ,
কেউ কি বলবে
কেমনে চলবে
মাথায় পড়ে বাজ!
  
করোনা পথে
ধনীরা রথে
গরীবের বড়ো কষ্ট!
হাতে নেই কড়ি
আছে গোছা দড়ি
ভবিষ্যত আজ স্পষ্ট।  


পাতি দু-হাত
করি প্রাণপাত
ভুলি খিদের জ্বালা,
লক ডাউন
ব্যাপারটা আন নোন
লাগাই পেটে তালা।


সরকারি দান
নয় অফুরান
আছে যদিও জারি,
রোগে আক্রান্ত
ভয়ে দিকভ্রান্ত
দেবে কোথায় পাড়ি!      


সরকার আছে
দরকারে পাশে
বিশ্বাস আজ বড়ো,  
শেষ চেষ্টা
বাঁচে যদি দেশটা
প্রাণপণে লড়ো।  


যেওনা বাইরে
থাকো ঘরে
খারাপ করোনা মন,
বাঁচবে তুমি
বাঁচবো আমি  
আজকের নিবেদন।