অভিনেতা সুশান্ত সিং রাজপুত
কত বড়ো মাপের মানুষ!  
এইতো সেদিন করলো আত্মহত্যা
লোকটা সত্যি কি কাপুরুষ?

যদি না হয়ে থাকে কাপুরুষ
কেন করলো সে আত্মহনন?
জীবনটা তো নাটকের মঞ্চ
সেথায় নৃত্য করে সদা মরণ!  

জীবন যুদ্ধে লড়াই ছাড়া
কোন লোকটা এ ধরায় বাঁচে?
লড়াই করে ছিনলেই প্রাপ্য
দুঃখ বেদন যায় যে ঘুচে।


আর্থিক দৈন্য ছিল না তার
হয়তো ছিলো মানসিক যন্ত্রণা,
এমন কেউ ছিলো না পাশে
যে দিতে পারতো তাকে সুমন্ত্রণা।


আজকের যুগে নেই ভালো বন্ধু
সব মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত,
মনের কথা খুলে বলার লোক কোথায়?
যার সাথে কথা বলে হতে পারে সুস্থ!


বাঁচার জন্য ভালো বন্ধু চাই
তেমন বন্ধু নাই তো হেথায়,
স্বার্থে ভরা এ দুনিয়াতে পাইনা বন্ধু
মনটা তাইতো ভরে উঠে ব্যথায়।  


ভালো বন্ধু হতে পারতো ওর মা
তিনিও গেছেন আগেই বহুদূরে চলে,
কে দেবে ওকে অসময়ে সাহারা
এই কঠিন দুঃসময়ের প্রাক্কালে।


মনের কথা খুলে বলার মতো
কেউ ছিলো না হয়তো তার,
মৃত্যু এসে যখন নাড়লো কড়া
কেউ হলো না সাহারা আর।


যে যত বড় মানুষ এ বিশ্বে
তার ততো বেশি শত্রু এ জগতে
হিংসা দ্বেষ বর্ষিত হয় তার 'পর বেশি  
তাইতো লাগবে তাকে শক্তপোক্ত হতে।  


লড়তে পারেনি সে তাই হারিয়ে গেছে
কালের নিয়মে অন্তহীন আঁধারে,  
লড়াই ছাড়া যাবে না বাঁচা এ ধরায়
বুঝতে হবে এ পৃথিবীর সবারে।