সারাদিন প্লাটফর্মে
এথায় সেথায় বেড়ায় ঘুরে,
ভ্রুক্ষেপ হীন চাউনি নিয়ে
তাকিয়ে থাকে বহুদূরে।


বা পায়ে হাওয়াই চটি
ডান পা খালি,
পরনে শত ছিন্ন কাপড়--
তবুও হৃদয়ে  খুশির ডালি।


বিড়বিড় করে আনমনে
কত কি কথা কয়?
জানিনা কিসের ব্যথায়?
মানুষ এমন হয় ।


কিসের তাগিদে পথে আজ?
কেন গেছে পরিবারের বাঁধন টুটে?
মায়াহীন এ সংসারে বুঝি তার
রাতদিন গঞ্জনা জুটে।


তবুও হয়তো সে সুখি
যুক্তির জাল বুনে,
পেন্ডুলামের মতো দুলিয়ে মাথা
তাইতো  হেসে চলে আপন মনে।


কে সুখি,কে দুখি
এ দ্বন্দ্ব চলবে
একেই বলে পাগলামি
কেউ কেউ বলবে।


রাতদিন একাকার
নেই খিদে- তৃষ্ণা-ভয়,
সব বাধাকে জয় করে
তাই হতে চায় অমর অজয়।।