পাগলের গারদ যদিওবা দেখেছো
সত্যিকারের পাগল কে কভু দেখোনি,
মনের মাঝেই রয়েছে সেই পাগল
যাকে কেউ তো কোন দিন ভালোবাসোনি!


কিসের লাগি আজ সে পাগল জানি না
সব ছেড়ে কেন নিলো চির নির্বাসন?
শুনেছি নানা কথায় ভেঙে গেছে হৃদ
ব্যথার অশ্রুতে ভরে গেছে দেহ মন।


এই ধরা কত পাগলের আস্তানা
নানা জনের পাগলামির নানা কারণ,
কেউ পাগল হয়েছে প্রেমের মোহেতে
অন্যদের কারণ অতিব সাধারণ।


এই জগত সংসারে কত পাগল
কত রূপেই চলার পথে দেয় ধরা,
কেউ হয় ঘর থেকে সহসা বাহির
কেউ আবার ঘরেতে করে চলাফেরা।


এদের কেউবা আবার বদ্ধ পাগল
এদের কেউ অতন্দ্র জ্ঞানের পুজারি,
পড়া শুনো তাদের কেবল ধ্যান জ্ঞান
অন্য ব্যাপারে তারাতো খুবই আনাড়ি।


এ ভব সংসার আজ পাগল ময়
ভুলে গেছে তারা এ জগতের রীতি,
এদের জন্য সব সময় লাগে খারাপ
যদিওবা ঢের চালাকের সংখ্যা অতি।


এরা খায় জগৎ সংসার লুটেপুটে
সর্বত্র এরা সবাই খুব স্বার্থন্বেষী,
এদের একেক সময় একেক রূপ
চলমান জগতে এরা সব ছদ্মবেশী।


পাগলামি আর কভু দেখতে চাইনা
দাও সবাইকে সুন্দর মতিগতি,
থাকুক সবাই সুখে আজ এ জগতে
দুঃখ যেন কভু কাউকে পায়না ছুঁতি।