কিনতে গিয়ে আজকে পেঁয়াজ
খেলো গিন্নী ধোঁকা,  
প্রতিদিন তো কেনে পেঁয়াজ
আমার মতো বোকা!


বাজার গিয়ে মাথা গরম
রোজ কার হয়না বলো,  
বাড়তি দাম দেখে ভাবি; চুল        
থাকবে কয়দিন কালো!

নিয়ে গেলাম অনেক টাকা  
ভরলো নাতো থলে,
ঘরে আসতেই গিন্নী চেঁচায়    
এ দিয়ে কি চলে!


বুঝিয়ে আগে পারতাম না
আজকে গেছে বুঝে,
কত ধানে কত চাল হয়
দেখেছে নিজে খুঁজে।


গিন্নীর আজ ফুরফুরে মেজাজ
দিলো এগিয়ে কফি,
কফি খেতে খেতে বললো
"যা এনেছ কাফি।  


ঘাট হয়েছে অনেক আমার
আর বলবো না কিছু,    
পেঁয়াজ ছাড়া রাঁধবো; এখন
ফাটকাবাজ নিধন ইস্যু।


ঘরে ঘরে করবো প্রচার
রান্নায় দিওনা আর পেঁয়াজ,
পেঁয়াজ ছাড়া রাঁধো সবাই
করো না কাউকে তোয়াজ।  
      
দিন পনের রাঁধো সবাই
কষ্ট করে পেঁয়াজ ছাড়া,
দেখবে দাম কমবে নিশ্চিত      
হবে ওরা দিশেহারা "


অর্ধেক আকাশ না ধরলে হাল
চলবে এ দেশ কেমনে,
খুলবে ওরা মুখ আর মুখোশ
যতই আসুক বাধা সামনে ।