তিতলি গেছে দূরে সরে কোন সে দেশে
রোদে ঝলমল করে দেখি চারপাশ,
হাসি হাসি মুখে সবাকার চিত্ত করে নৃত্য
চোখে মুখে দেখি সবার খুশির আভাষ।


হাওয়া বদল দেখে জাগে মনে আনন্দ
কেনে নয়া পোষাক আছে যাদের প্রভূত টাকা,
নেই যাদের কোন কিছু থাকে তারাই ঘরে
কান্না কন্ঠে রোধে জীবন তাদের যেন ফাঁকা।


কেউ ভাবেনা একবারও যে ওদের কথা
সবাই ভাবে সদা নিজের নিজের তরে,
দেখবি আয় দুঃখে ওদের পরাণ যায়
কান্নায় দু'চোখ বেয়ে অশ্রুজল শুধু ঝরে।


আসবে না সুদিন থাকবে একই হাল
দিনের পর দিন মাসের পর মাস,
এ সমাজ ব্যবস্থায় নিজের ছাড়া কেউ
করেনা অন্যের জন্য কোন কিছু কাজ।


সাম্য কখনো যদি আসে আবার ফিরে
সবাই তো পাবে ফিরে সম অধিকার,
ভেদাভেদ রবে না মানুষে মানুষে
ফুটবে মুখে হাসি হাসবে খুশিতে আবার।