পিসিমণি পিসিমণি
কোথায় তুমি গেলে?
ছোটু দেখো কাঁদছে কেমন
খাবার দাবার ফেলে।


রোজদিন পড়াতে সকালে
শেখাতে মজার  অংক,
শান্ত হয়ে পড়তো ছোটু
থাকতো নীরব নিঃশঙ্ক।


সেই ছোটু আজ আর পড়ে না
রাতদিন শুধুই কাঁদে,
এসো পিসি মণি আবার
কয়েকটা দিন বাদে।


তুমি পিসি চাকরি করো
তোমার আছে ছানা,
মাঝে মাঝে এসো পিসি
করবে না কেউ মানা।


তুমি এলে মন ভরে যায়
পড়াতে বসে মন,
আজকাল আর আসেনা কেউতো
এলো যে কি কুক্ষণ!


আগের দিনে আসতো সবাই
ঘর লোকজনে ভরতো,
কি দিনকাল পড়েছে পিসি
আসেনা কেউ আরতো!


মানুষগুলো কেমন পিসি
শুধুই ভাবে নিজের কথা,
আমরা যদি মানুষ না হই
হবে সবার জীবন বৃথা।


তোমার আসা বারে বারে
মনকে করবে উদার,
ভাববো এ দেশ দশের কথা
গড়বো দেশকে পুনঃ আবার।