ভাবনা-মন-হৃদয় এক সূত্রে গাঁথা---
ভাবনা থাকে মনের গহনে,
মনের ঠিকানা হৃদয়ে খোঁজা
সত্যিই তাই একেবারে বৃথা।


মনের সাথে মানসিকতা থাকে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে,
মনের ঠিকানা খোঁজা দুঃসাধ্য কাজ---
তা কে না বুঝে?


সরল -জটিল-কুটিল সব মন
মিলেমিশে হয় একাকার,
একই মনের কত রূপ
প্রকাশ পায় হেথায় সেথায়।


নারী মনে,পুরুষ মনে---
থাকে ভাবনার বৈপরীত্য,
নারী মন কোমলতায় ভরা,
পুরুষ মনে থাকে কাঠিন্য।


সামান্য দুঃখ কষ্টে নারী মন ---
অতি সহজে ভেংগে যায়,
পুরুষ মন থাকে নীরব
হাজার কিসিম ব্যথায়।


মানব মানবীর ভুল বুঝাবুঝির কারণ
সেই একটি - ই শব্দ  মন।
ভেংগে চুরে যায় সংসার
মন-ই তার একমাত্র কারণ।


হাজার বছর ধরে চলছে
এ মন বুঝার পালা,
আজও খুঁজে পাওয়া যায়নি
এ মনের ঠিকানা,
মন তুমি ভালো থেকো মনে,
লিখে রেখে যেও কোথাও
তোমার সঠিক ঠিকানা।।