ঘাড় ফিরিয়ে মাথা উঁচিয়ে
তাকাই যখন আকাশ পানে,
চোখে পড়ে নীল সাদা রঙ
আর কি আছে কে জানে?
ইট পাথরের জঙ্গল চারদিকে
আর সারি সারি হাই রাইজ,
নেই কোথাও সবুজের সমারোহ  
সব আজকের দিনের সারপ্রাইজ!  
উন্নয়ন উন্নয়ন খেলায় মেতে সব
পৌঁছে যাচ্ছি কোথায় কোন স্তরে,  
বুঝার ক্ষমতা হারিয়ে ফেলে আজ
বিচার বিবেচনাকে খাচ্ছি ছিঁড়ে ।  


নীল আকাশে মেঘ মালারা সব
হাওয়ায় ভেসে করে ছোটাছুটি,
মন ভরে উঠে খুশির আবেশে
শিশুরা যেমন খায় লুটোপুটি।
আকাশের বুকে পূর্ণিমার চাঁদ
ধরায় ছড়ায় খুশির ঝলক,
কি অপার্থিব সুখ পৃথিবীর বুকে!  
আনন্দে পড়েনা দুচোখে পলক!  
গ্রাম বাংলার প্রকৃতির বুকে নিত্য
দেখি এমনি কতই না রঙ বাহার,
ভাবি সার্থক হেথায় জন্ম নেওয়া  
অপার করুণা দয়াময় তোমার।


সেই সব দূরে সরিয়ে রেখে
পেটের টানে ছুটছি শহর পানে,
নেই খুশি নেই সেথা আনন্দ
নেই সেথা জীবনের কোন মানে!
হাসতে গেলে হাসতে পারি না
ব্যথায় ফেটে যায় যে এ বুক,
প্রকৃতির সনে বাঁচার সেই আনন্দ
পাই না খুঁজে জুটে শুধু দুর্ভোগ ।