রাগ টা পুষলে মনের ভেতর  
কার হবে রে ক্ষতি,
নিজে নিজে পস্তাবি তুই  
হারাবি ছন্দ গতি।


হৃদয় বাসী চণ্ডাল ঋষি  
দেয় ক্রোধেতে উস্কানি,
রাখতে পারলে ক্রোধ বশে
খাবিনা নাকানি চোবানি।      


রাগের বশে করলে আঘাত  
যাবেরে ভেঙে ভালোবাসা,
লাগবেনা জোড় তাতে আর  
ছিঁড়বে জীবনের সব আশা।
    
রেগে গেলে মায়েরা সব
দেয় সন্তানে দুই চার ঘা,
"দূর হয়ে যা সামনে থেকে    
যেথায় পারিস সেথায় যা । "

স্বামী স্ত্রী-র হলে মানিল্য
ফল তার বড়ো ভয়ঙ্কর,  
আগেভাগে পারলে সামলাও    
নইলে সংসার টেকা দুষ্কর।


প্রেমিক প্রেমিকার প্রেমেতে  
আসে কভু যদি রাগ,
প্রেমের রঙটা যাবে বদলে  
থাকবে প্রেমেতে ফাঁক।


রাগ হলে তাই ঠাণ্ডা হও
ভাবো আগুপিছু,
নইলে ফল হবে ভয়ানক
বুঝেও দুধের শিশু!