রাম সিং নাম তার ইয়া বড় গোঁফ
ছিপছিপে চেহারাতেও  পড়ে গালে  টোপ।
কাজ খানি তার বেশ আরামের, বেশ মজাদার
সারাটা দিন কাটে গেটে ঘর বাইর করা কারবার।
যেই আসে ট্রেন  ছুটে  যায় সে তুলে ধরে পতাকা
তার হুকুমে থেমে যায় ট্রেন  ঘুরে ট্রেনের চাকা।  
আসে যখন ট্রেনটা ছুটে কাঁপে সিংজি হাওয়ায়
শক্ত হাতে ধরে খুঁটি পড়ে যায় না যাতে  দাওয়ায়।
বাচ্চাদেরকে বাসে ভালো তাদের সাথে তার  ভীষণ ভাব
সুযোগ পেলেই আসে তারা জানায় তাকে অভিযোগ আর অভাব।
কাজ নিয়ে তার ভীষণ  গরব দেখাতে চায়  তার ক্ষমতা
একদিন তুলে লাল পতাকা দেয় চালককে থামানোর  বার্তা।
সাথে সাথে থেমে যায় ট্রেন খুশিতেতে নাচে কচিকাঁচার দল
কড়া নাড়ে দ্বারে সমন  হাতে নাতে পায় সে তার ফল।
কাজ হারিয়ে কাঁদে রাম সিং বুঝতে পারে তার ভুল
কানটি ধরে করে  ওঠবোস হবে না ভুল আর এক চুল।
দয়ার বশে ক্ষমা করে  ফিরিয়ে দেয় এবারেতে  কাজ
আবার দাঁড়ায় রেলগেটেতে সবার  প্রিয় রাম সিং মহারাজ।