সামনাসামনি না এলে কি হবে বলো মনের কথা?
হত আশা পোষলে বুকে  মনে বাজবে দারুণ ব্যথা।
সহ্য শক্তি সবার ক্ষেত্রে থাকে নাতো সমান সমান
থামলে হঠাৎ পথ মাঝে লাগবে কেমন বেমানান!
কখন তুমি আসবে কাছে বসবে পাশে একটু ক্ষণ
লেফাফাটা হাতে দেবে বলবে দেখো প্রেমের ওজন!
সাথে দিয়ে যাও যে তুমি কালো চোখের চপল চাহনি
মনো মাঝের প্রেমের ঢেউয়ের ঠাহর  কেন আগে পাইনি?
নেক নজরে দেখতাম আগে দিতাম নাতো মনেতে স্থান
এখন কেন তোমার নামে হয়ে পড়ি চঞ্চল - অজ্ঞান?
সোমরস না পান করে তবুও আজকে হয়ে পড়ি মাতাল
পা টা করে টলোমলো লাভ ডাব শব্দ বুকের মাঝে তুলে তাল।
রকম সকম কেমন যেন!বুঝি নাতো কিসে গড়া মনের আধার,
লেখা- স্বপ্নে কেন আসোবুঝে উঠতে পারি নাতো তোমার কারবার!
এর নাম বুঝি ভালোবাসা থাকে সুপ্ত মনের কোণে,
কত শত কটু কথা বলেছি যে তোমায় অকারণে ।
টুকরো টুকরো ভাবনাগুলো ভাসে মনের ক্যানভাসে
পাইনা খুঁজে  মনের গহণ যাওতো চলে স্বপ্নে মিষ্টি হেসে।
শেখানো সেই বুলি গুলো আজও বলো ফোনে ফোনে,
বদ মতলব কি আছে কিছু তোমার মনে কে বা জানে!
সোহাগ আবেগ অনুরাগ প্রেম ভালোবাসা এ সবের কি জানো মানে?


*** কবিতার প্রতি চরণের প্রথম বর্ণ বা অক্ষর  পর পর সাজিয়ে কবিতার নামকরণ।