শ্রমিকের স্বপ্ন আশা জাগানো পয়লা মে
দুনিয়া জুড়ে পালিত হয় প্রতিটি বছর,
কল কারখানায় উড়ে ঐদিন লাল পতাকা
চারদিক শ্লোগানে শ্লোগানে হয় যে মুখর।


ভোর হতে না হতেই শ্রমিকরা হয় জড়ো
সবার হাতেই রক্ত বর্ণের লাল পতাকা,
উর্দ্ধে তুলে ধরে ব্জ্র কঠিন হাত গুলো
স্লোগান তুলে" চাই দুনিয়া জুড়ে সমতা"।


শত সহস্র শ্রমিকের আত্মত্যাগ ছিনিয়ে
এনেছিল আট ঘন্টা কাজের ঐ অধিকার,
তা কাড়তে দেশে দেশে তৈরি উদারিকরণ,
বিশ্বায়ন, পুঁজিবাদ নামে নব্য হাতিয়ার।


কোথাও কোথাও কাজের সময় বারো ঘন্টা
কোথাও বা তা আবার এর চেয়ে ঢের বেশি,
ফিরে যাচ্ছি কি আমরা ঊনবিংশ শতকে?
ক্ষোভে দুঃখে ঝাপসা হচ্ছে এ দু'চোখের দৃষ্টি।


সময়ের সাথে বিশ্ব ক্রমশ এগোয় জানি
এখন দেখছি চলছে দুনিয়া  উল্টো পথে,
উদারিকরণ-বিশ্বায়ন আজ গাঁথছে থাবা
পৃথিবী চড়েছে এক অজানা অচেনা রথে।


শ্রমিক তার অধিকার হারিয়ে বসেছে পথে
ভেঙ্গে দেওয়া হয়েছে  তাদের ইউনিয়ন,
নামিয়েছে তাদেরকে মালিকের পদ তলে
বাধ্য করেছে তাদের করতে পদ লেহন।


মুনাফা যুগে যুগে  প্রধান লক্ষ্য মালিকের
যেন তেন প্রকারে চালাতে চায় তারা শোষণ,
শ্রমিকের ঘাম ঝরানো শ্রমের মূল্য না দিয়ে
লাভের অঙ্ক বাড়াতে নেয় নয়া নয়া কৌশল।


হতাশ শ্রমিক আজ ভাসছে চোখের জলে
দেখছে তারা সামনের অন্ধকার ঘন পথ,
সঠিক নেতৃত্বের অভাবে ধুঁকছে আন্দোলন
হারিয়েছে দিশা হারিয়েছে তার গতি পথ।