চালাকচতুর ওর চৌদ্দ পুরুষ
চামচাগিরি করে খায় দিন রাত,
চারটের সময় বাড়ি ফিরেই
চট করে বলে দেনা আমায় ভাত।


চিল্লাচিল্লি করি না তখন আমি
চিত হয়ে বিছানায় শুয়ে থাকি,
চরকির মতো সারাটাদিন ওকে
চারদিকে  খুঁজতে রাখিনি বাকি।


চাবুকখানি থাকলে আমার হাতে
চালাতাম যতটা পারতাম জোরে,
চাকরি না করেই স্বামী আমার
চাকরিওয়ালার মেজাজ শুধুই করে।


চকচকে ড্রেস পরে প্রতিদিন
চাকদায় যায় সকালে ট্রেনে চড়ে,
চালাকি করেই সারাটা দিন
চোলাই খেয়ে খেয়ে শুধু মরে।


চায়ের সাথে বিষ মিশিয়ে শেষে
চৈত্র মাসেই আমায় নিকেশ করে,
চামড়া কালো তাই না পছন্দ ওর
চোখের বিষে জীবন গেল ঝরে।


চেয়ে আছি আজ পথ পানে
চাই একটা মস্ত বড় সুযোগ,
চামড়া ওর গুটিয়ে ছাড়বো
চুন্নিশাঁক যে যা খুশি ভাবুক।