সকাল ছ'টা বাজেনি তখনো
আমি যাচ্ছি কর্মস্থলে ট্রেনে,
মায়ের কোলে ঘুমাবে যে শিশু
তুলছে মা বিছানা থেকে টেনে।


পরিয়েছে যারে স্কুল ড্রেস
বয়স তার বড় জোর তিন,
যখন তার ঘুমানোর সময়
নিয়ে যাচ্ছে স্কুলে প্রতিদিন।


যে সময়ে যা করানো দরকার
করে না তা কোন অভিভাবক,
বানাতে চায় দিগগজ পন্ডিত
তা হয় তাদের ধ্বংস কারক।


দোষ দিয়ে কাউকে লাভ নেই
সবাই একই পথের পথিক,
দেখি আমরা এমন সব স্বপ্ন
বুঝিনা কোনটা আসল-ঠিক।


বানাতে ডাক্তার ইঞ্জিনিয়ার
প্রাইভেট স্কুলে ভর্তি করি,
ইঁদুর দৌড়ে নামিয়ে দিয়ে
বেলা শেষে হাঁ হুতাশে মরি।


কাড়ি কাড়ি টাকা খরচ করে
বৃদ্ধ বয়সে পাইনা ওষুধ পানি,
মিথ্যা স্বপ্নের পেছনে ছুটে ছুটে
শেষ হলো এ সুন্দর জীবনখানি।


সবাই হয়না বিল গেটস টাটা
এ সহজ সত্যকে কেন না মানি,
মানুষের মতো মানুষ না বানিয়ে
শুধু অর্থের পেছনে ওদের টানি।


তাই তো আজ দেশের এমন হাল
ত্যাগ করতে সবাই গেছে ভুলে,
সঠিক শিক্ষাদীক্ষা না পেয়ে সব
দেখো,দেশটা আছে কোথায় ঝুলে!