শূন্য হাতে শুরু করে শূন্য হাতে লড়ো
জীবনটা শূন্য ভরে শূন্য নিয়ে মরো।
হৃদ শূন্য মন শূন্য, শূন্য মহাকাশ
শূন্য নিয়ে বেঁচে থেকে হয়োনা হতাশ।
ভাবনায় শূন্য ভরা শূন্য মনাকাশ
শূন্যতা ভরাতে লাগে উন্মুক্ত বাতাস।
খেলাচ্ছলে করি কত শূন্য নিয়ে খেলা
বেলাশেষে বাড়ে শূন্য বাড়ে অবহেলা।


নেই মনে শূন্য-গুণ শূন্য একা লড়ে
আগে কেউ বসেনারে ভয়ে সবে মরে।
গগণে চাঁদের খরা মেঘলা আকাশ
কেবা কার নেই শূন্য ভরার প্রয়াস।
হয়ো না কভু হতাশ মনে রেখো জোর
নব রবির উত্থানে আসে নয়া ভোর।