জীবন যখন সীমানা পেরিয়ে
যায় যে কোথায় কে জানে?
তখন তোমরা শুধুই কাঁদো  
এই কান্নার আছে কি মানে?


দু'দিন পরে যাও যে ভুলে
সেই কান্নার নেই মা বাপ,
অমাবস্যার রাতের মতো
চৌদিকে আঁধার চাপ চাপ।


বিষয় আসয় সব নিয়ে তখন
চলে ঝগড়াঝাঁটি আর লড়াই,
বুঝেছি ছিলো সবই অভিনয়
ভাবনায় ছিলো অর্থ হাতাই।


কেন মিছিমিছি করো বিবাদ?
কেন ভোগবিলাসে থাকো মাতি?
দুদিন আগে পরে যেতে হবে
এটাই চিরন্তন এ ভবের রীতি।


এই সহজ সত্য কেউ বুঝে না
ভাবে অর্থ সম্পদ একমাত্র গতি,
চোখ বুঝলে সবকিছু আঁধার
বুঝেছিলেন একমাত্র মহামতি।


ত্যাগের চেয়ে বড়ো কিছু নেই
ত্যাগকে করো সবাই হাতিয়ার,
ত্যাগেই আছে জগতে সর্ব সুখ
ত্যাগেই বাঁচি হোক অঙ্গিকার।