ছিলো না কোনো ভেদাভেদ সেযুগে
ছিলো সবার জন্য সমান অধিকার,  
দু-মুঠো খাবার সবাই পেতো খেতে
আজকে নেই তাই চারদিকে হাহাকার।  


ধনী দারিদ্র্যের পার্থক্য ছিলো না তখন
মুষ্টিমেয় লোকের হাতে থাকতো না টাকা,
আজ যার আছে অধিক অর্থ বল সম্পদ  
সেই-ই এ-যুগে ধরার বুকে দেখায় ক্ষমতা ।


অস্ত্রের আস্ফালন সেই দেশের বেশি
যে দেশের আছে প্রভূত ধন অর্থ বল,    
হুমকি দিয়ে করে সব দেশকে জড়সড়
না মানলে বুঝিয়ে দেয় তার কর্ম ফল ।


যা সম্পদ আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে  
অভাব হবার কথা নয় কখনো কারো,  
কৃত্রিম অভাব সৃষ্টি করে আজ দেশে দেশে
কেন অযথা মানুষ হয়ে মানুষকে মারো?      


ভোগবিলাসিতায় মত্ত থেকে কি হবে ভবে !
মানুষ হয়ে মানুষের সেবা যদি না করো,
একদিন দেখবে অঢেল ধন থাকা সত্ত্বেও
রোগের জ্বালা যন্ত্রণায় হয়েছো জড়সড়।


করে দেখো দান পাবে অমলিন হাসি
যে হাসি ভরাবে এ মন প্রাণ হৃদয়,
বুঝতে পারবে ধন রত্ন নয় স্থায়ী সম্পদ  
ত্যাগেই শান্তি কভু তা ভোগে নয় ।