বাঁচার জন্য লড়াই সংগ্রাম
সব মানুষই করে,
কেউবা কভু হয় বা জয়ী
কেউবা আবার হারে।


জীবনটা এক রঙ্গমঞ্চ
সবাই আমরা নাচি,
সুতো ধরে তিনি নাচান
তাইতো মরি বাঁচি।


দুদিনের দুনিয়ায় এসে
কত দেখাই বাহাদুরি!
সময় হলে যেতে হবে
খাটবে না আর জারিজুরি।


সেই সত্য বুঝি না মোরা
অহংকার কে ভূষণ করি,
আমার আমার করে সবাই
মায়ার সংসারে যাই জড়ি।


করিস নে আর দেরী ভাই
ভাব রে সবাই এক বার,
ত্যাগেই পাবি চির সুখ
রাখিস মনে বার বার।