ভোরবেলা বনের প্রান্তরে দাড়িয়ে
                দেখেছি বনের বিনাশ
পরশু পর্যন্ত যেখানে ছিল ঘন অরন্য
                   আর ছিল ঘন ঘাস
হায়, কোথায় যেন হারিয়ে গেছে
                প্রায় সেই বন আজ
ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে
                কয়েকটি মাত্র গাছ
বনের মাঝের বড়ো গাছগুলি
                 আজ নেই আর
মানুষের আর গাছের নাকি
               নেইকো দরকার
সেই বনে আজ পড়ে রয়েছে
           কেটে ফেলা গাছের গুড়ি
কেটে ফেলা ডালে হতাশ হয়ে
           ঝুলছে ফুলের কুঁড়ি
শত শত গাছের গুড়ি তাই
             মাটিতে পড়ে রয়েছে
মানুষের প্রয়োজনেই গাছেদের
             কেটে ফেলা হয়েছে
না, এই গুঁড়ি গাছের নয়, বনের
           যা ছিল মানুষের আশ্রয়
মানুষই আবার এদের কেটে
           করল গাছেদের নিরাশ্রয়
আজ সেখানে পড়ে রয়েছে
           বিশাল বিশাল সব যন্ত্র
গাছ, যারা আমাদের দিয়েছিল
             বেঁচে থাকার মন্ত্র
শিশির বিন্দুগুলি ঘাসের উপর
              সমান ভাবে নেই পড়ে
ঘাসের উপর দিয়ে কাঠুরেরা সব
             চলছে দৌড়ে দৌড়ে
মানুষেরই পদতলে দলিত হয়েছে
             আজ সেই সকল ঘাস
শহরের মাঝে আজ তাই আমি
           ফেলতে পারিনা নিঃশ্বাস
যেখানে এতদিন শীতের ভোরে
            শিশির বিন্দু পড়ত
সেখানে ভোরের মৃদু হাওয়ায়
           গাছের পাতা নড়ত
কিন্তু কেটে ফেলার পর দেখো
          আজতো গাছই নেই
তাই পৃথিবী হারিয়ে ফেলেছে
         তার নিজের চলার খেই
কোনো এক ভোরে ভোরের প্রদীপ
           যে বনে যেত দেখা
সেই বনেই আজ দাঁড়িয়ে রয়েছে
           কয়েকটি গাছ একা
এই ভোরে নেই সেই প্রদীপ
         পদতলে দলিত হয়েছে তা
এভাবেই কি চলবে এখন
          আমাদের এই সভ্যতা??