৩রা নভেম্বর, দিনটা ভুলিনি আজও
     দেখেছিলাম যেদিন প্রথম তোমায়
                আমি সেই পার্কের রাস্তাতে,
নীল রঙ-এর তোমার সেই জামাটা
         যেটা পড়েছিলে তুমি সেদিনও
           তা রয়ে গেছে মনের কোণেতে।
আজও ভুলিনি আমি তোমার ছোয়া
        তোমার সেই আড় চোখের চাউনি
পার্কের যেখানে বসেছিলাম আমরা
       তা তোমার একবারও মনে পড়েনি ?
    সেই প্রথম দুজনের দেখা,
             পার্কের রাস্তায় একা,
     মনে কি আছে তোমার ?
কতোদিন পাড় হয়ে গেছে আজ
        পাড় হয়ে গেছে সময় কত!
তবুও আমি পারিনি ভুলতে
     তোমার সেই স্মৃতিগুলো যতো।
আজ হয়তো অনেক দিন পড়ে
          এসেছে তোমার কথা মনে
কিন্তু কখোনো ভুলিনি তোমায়
            মনে রেখেছি প্রতিটি ক্ষনে
আজও আমি যাইনি ভুলে, আমার
                 যা কিছু গেছে খোয়া,
তবু আমি আজও খুঁজে বেড়াই
               অধরে তোমার ছোয়া।।