চারিদিকে দুর্গন্ধ বেরুচ্ছে।
এদিক ওদিক থুতু পড়ে আছে।
হাঁটতে গেলেও পায়ে লাগছে আর দাঁড়িয়ে থাকলে....
উইপোকার ঢিবির মত চারদিকে জঞ্জাল স্তূপ উঠেছে।
ডাস্টবিনের তলা সবচেয়ে নিরাপদ আশ্রয় হতে পারে।
চারিদিকে সন্দেহের বাতাবরণ।
এক পা এগোলেই ছুরির তীক্ষ্ণ ফলা বুকে কোপ বসাবে,
নীল নীরারা কাউকে বিশ্বাস করতে পারছে না।
সম্ভাব্য অপরাধী ডায়ে বাঁয়ে আগে পিছে।
অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে,
সভ্যতার গোটা ঘিলু ঘেঁটে বেরিয়ে পড়েছে।
খুব জোরে চুপ করে থাকতে হচ্ছে।
অসভ্যতার মস্তিষ্ক মজবুত হচ্ছে।
মেড ইন ইন্ডিয়া।
পিউর ভেজ।
তবে একে অপরের রক্ত পিপাসু।


আজ মানুষ বাদে সবাই ভালো আছে, ভালোবাসাহীনতায় বেঁচে আছে।
শহরে বন্ধু কমে আসছে আর জীবনে মানুষ।
গ্রামে শব্দের দারিদ্রতা বেড়েছে আর জীবনে জটিলতা।
একাকীত্বের শিকড় অনেক দূর এগিয়েছে;
উদাসীন বেদনার বেনোজলে।
শরীরে একদল বুদ্বুদ ভিড় জমিয়েছে,
ভীষণ বিভ্রান্তিতে আমার অযোনিসম্ভূত প্রেম।
হৃদয়ের নৈঃশব্দ্য চিরে রক্ত পলাশ খসে পড়ছে;
শিশির ভেজা ঘাসে।
আর আমি!!
নিজের ভিতরেই নিজেকে মৃত ঘোষণা করেছি।
দরজার বাইরে পোঁতা কালের শেষ খুঁটিটা পার করছি;
আমার শরীরে এখন ফুলের সৌরভ;
প্রিয়জনের চোখের জলে আমি সিক্ত।
আত্মহত্যা!! সে তো পৃথিবীর নিখুঁততম মুক্তি।