এইতো সেদিন, তুমি -আমি, আমি -তুমি
দুজনেই কত কথা বলতাম
কথা আর ফুরোতো না, দিন ফুরাতো
রাতও ফুরাতো


আর আজ -


কথাও ফুরিয়েছে, শান্ত নদীর মতো তরঙ্গধারা
নিয়মিত লয়
কোথাও ছন্দপতন নেই
ভেতরটাতেও অদ্ভুত রকমের প্রশান্তি।


অবশেষে ফিরছি


ফিরছি আলো ঝলমল জগতে
মিথ্যে মায়ার হাত ছাড়িয়ে
সকল মোহ কাটিয়ে
হৃদয়  পরিশুদ্ধির পথে।