ইচ্ছে করে কাঠবেড়ালীর সঙ্গে দেওয়াল চলি ।
ইচ্ছে করে প্রজাপতির বিয়ের কথা বলি।।
ইচ্ছে করে ময়ূর সেজে পেখম দেব মেলে।
ইচ্ছে করে বাঁদর হয়ে ঝুলব গাছের  ডালে।।


ইচ্ছে করে পাখির মতো আকাশেতে উড়ি।
ইচ্ছে করে মেঘের উপর উড়ায় লাঠাই ঘুড়ি।।
ইচ্ছে করে নদীর জলে ভেলা হয়ে বয় ।
ইচ্ছে করে পাহাড় গায়ে ঝরনা হয়ে রই।।


ইচ্ছে করে হারিয়ে যেতে রঙিন আলোর ভীরে।
ইচ্ছে করে পুঁথির মতো গাঁথি মনের তীরে।।
ইচ্ছে করে রঙ বে রঙের হয়ে উঠি ফুল।
ইচ্ছে করে ঠিক না করে করি একটু ভুল।।