ভোর হলেই পাখিরা দেয় কিচিরমিচির ডাক
ঘুম ভেঙে যায় শুনতে পেয়ে ফেরিওয়ালার ডাক ।
গাছের ফাঁকে সূয্যিমামা উঁকি মারে খুব
খাবার খোঁজে পানকৌড়ি পুকুরে দেয় ডুব ।।
পুকুর পাড়ে সাড়ি সাড়ি বিশাল লম্বা গাছ
জলের মাঝে খেলা করে হরেক রকম মাছ ।
আকাশেতে উড়ে বেড়ায় পাখিরা দলেবলে
পথ হারিয়ে মেঘ গুলি সব আপন হয়ে চলে ।।
হঠাৎ করে সকলে মিলে একটু রেগে গেলে
ঝড়বৃষ্টি মাথায় করে দেয় আমাদের ঢেলে ।
পথের পাশে সুদূর দীর্ঘ সবুজ ক্ষেতের রেশ
দেখতে লাগে আকাশটা ওই ক্ষেতের পরেই শেষ ।।
নদীর জলে রোদের আলোর ঝিকিমিকি খেলা
জ্বেলে ভাইটি মাছ ধরতে ভাসায় নৌকাভেলা ।
নদীর বুকে শুয়ে আছে সাদা বালির চড়
ঝিনুক গুলি বেড়ায় সেথা বাঁধে নতুন ঘর ।।
বিকাল হলে রোদের আলো নরম হয়ে আসে
মৃদু বাতাস হৃদয় ছুঁয়ে আপন মনে ভাসে ।
রাত্রিবেলা আকাশ কোলে বসে মিলন সভা
তারাদের সাথে ফুটে ওঠে চাঁদের রূপ শোভা ।।