।। বিশেষ কিছু।।


-- প্রলয় রায়


অজস্র ভীড়েরও একটা একাকীত্ব আছে-
অরণ্যে চোখ থেমে যায় যেমন বিশেষ গাছে


সাগরের শত ঢেউ- পাহাড় ছোঁয় কেউ -
কাঙ্ক্ষিত চোখ দুটি স্পষ্ট মায়াবী রাতেও


হাজারো তারা ঝলমলে আকাশময়
উজ্জ্বল ধ্রুব তারা বিষ্ময়ে স্বমহিমায়


দিগন্তরেখাতেও কিছু মাথা উঁচু
ফুলের স্তব কেও চোখ টানে কিছু


দীর্ঘ জীবনেও কিছু আলাদা দিন
ছুঁয়ে যায় মন-দাগ কাটে চিরদিন-


শত বছরের গত আলোক তরঙ্গ
সুর তুলে বাজে অনুনাদ জলতরঙ্গ


সময়ের স্রোত বয়ে চলে নিরন্তর নির্বিকারে-
উজ্জ্বল প্রতিবিম্ব ভাসে আবেগের কোষাগারে।
**************************