----।।বর্ষা আসুক সব খানে।।---


          -----প্রলয় রায়


বর্ষা আসুক সব খানে
ভরষা জাগুক সব মনে।
পাখিরা সব চাইছে ত্রান
নদীতে আজ ডাকছে বান।


চল বাঁধি ঘর মেঘের সাথে
আজ সবাই মিলে একসাথে।
করবো খেলা আকাশ জুড়ে
ফিরবো না আজ নিজের ঘরে।


পাখিরা যেমন ডানা মেলে
উড়ে বেড়ায় আকাশ পানে।
উড়বো রে চল সবাই মিলে
আকাশ ভেলায় মেঘের কোলে।


মৌমাছিরা গুনগুনিয়ে
চলে গেছে অভিমানে
বাদল এল মেঘ ঘনিয়ে
ফুলের মাথায় বৃষ্টি নিয়ে


বৃষ্টি বাদল মাথায় মাথায়
ভিজবো মোরা সখায় সখায়।
মাতবো সবাই বাদল খেলায়
সুখ নিয়ে আয়,দুঃখ বিদায়।


সুখ পাখিরা সবাই ভিজুক
আগল ভেঙে সব লাজুক।
উদাসী সব ভাবুক মন
গেয়ে ওঠে শ্রাবন গান।


শ্রাবন মেঘে ভর করে
বিবাদ মিটুক ঘরে ঘরে।
বর্ষা রানী আয় দেখি তুই
নাচরে মোদের এই বিভুই।


খুশিতে ভরুক  নদীনালা
সবুজে সাজুক গাছপালা।
ধরিত্রীমা হোক শস্যশ্যামলা
শস্য দানায় ভরুক সব গোলা।


চেরাপুঞ্জি তোর এত মেঘ-
মরু দেশে দেরে একটি ভাগ।
বেঁচে উঠুক নীল নদটা
বেঁচে থাকুক প্রাচীন সভ্যতা।