।।এখনও সুখ দেয় মোরে এই বাংলার গ্রাম ।।
-- প্রলয় রায়


অর্ধ শতাব্দী জুড়ে-কতবার ঘুরেছি আমি-এই বাংলার গ্রামে
জন্মেছি  অর্ধশত আগে-দেখেছি শ্যমলির শতরূপ-এই ধরা ধামে।
আঁকা বাঁকা নদী-চলেছে গ্রামের শেষে-কত সুখের আবেশে
জীবন জীবিকা গ্রামে- জুটেছে নদীকে ঘিরে-
সিক্ত প্রানরসে।


গ্রামকে ঘিরেছে কত নদী অতি যতনে
শত্রুকে রুখেছে দূরে।
গড়েছে সুখের জীবন সমাজ বাঁধুনিতে  
দুঃখকে ঠেলে বহু দুরে।
আজও যায় গ্রামেতে পেশার তাগিদে  
মিশেছি  কত মানুষের সাথে।
কত অনুভূতি জমেছে মনের মাঝে
সুখেদুঃখে কেটেছে একসাথে।


ভুলতে পারি কি আজ সেই কাঁচা আম কালো জাম,কুল পেয়ারা কচি ছোলার স্বাদ।
স্মৃতিজুড়ে ঝাঁ ঝি পেঁয়াজ টোকো তেতুল
কাঁচালংকা ধানসেদ্ধরআলু কাকে দেব বাদ।
কচি ধানক্ষেত সবুজে ভরা মাঝে স্বচ্ছ দীঘি  
দিগন্তে ঐ আকাশসীমা আলের পথে যেতে
পাখ পাখালির হরেক রকম বিচিত্র ডাক শুনে
কোথায় যে আজ হারিয়ে যাই সুখে মন মেতে।