।। একটা কবিতার জন্ম।।
-- প্রলয় রায়


মাথায় একটা অস্বস্তিকর যন্ত্রণা
বুকের মধ্যে চাপা ব্যাথা,উত্তেজনা -
সমস্ত শরীর জুড়ে একটা শিহরণ
হঠাৎ এক ঝলক বিদ্যুৎ খেলে যায়-


মাথা থেকে হাত বেয়ে আঙ্গুলে  
স্বতঃস্ফূর্ত ঝড়ে পড়ে শব্দ-
এক টার পর একটা বেরিয়ে আসে
নিজেরায় স্থান বেছে নেয়।

ওরা আগে পরে বসে যেন বোঝা পড়া করে নেয়।


কেউ কারো সাথে বসে হয় প্রতিবাদী-
কেউ সাথে থাকে বয়ে চলে জীবনের গান-
কেউ হাত ধরাধরি করে বিরহ বেদনা লেখে-
কেউ কেউ  ভালোবাসার উষ্ণতা ছড়ায়।


কবিতার পূর্ণ  ইমারত গড়ে ওঠে
আমি শুধু প্লাস্টার করে রং লাগাই
সাজিয়ে তুলি বাহারি অলংকার ভূষণে-
বাতাসের আনা গোনার পথ খুলে দিই।
******************************