।। একটি লড়াকু সকাল।।
--প্রলয় রায়


একটা চামচে কুড়িয়ে নিলাম সকাল-
উপচে পড়া সকালটা চেটে চেটে খাচ্ছি!
শীতের সূর্যের সাথে লড়াই
লড়াই জমে উঠেছে -
উঠছে আর দৈর্ঘ্য কমাচ্ছে..
যত উঠছে ছোট হচ্ছে-
- প্রলম্বিত ছায়া..
চামচে তুলে নেবো ভাবছি সবটা
ভাবছি আর একটু হলে ভালো-
এ দিকে চার কাপ শেষ...
ও দিক থেকে আওয়াজ-হোলো...
-না না এত তাড়াতাড়ি হয় নাকি!
এত গুরুত্বপূর্ণ আর্টিকেল..
এদিকে ছায়াযুদ্ধ..
শূন্যের আগেই মেলাতে হবে
ছন্দ বদ্ধ শব্দ...পাঠাতে হবে
বসেছি রাত থেকে
ভাবতে ভাবতে....
শব্দ এই আসছে..এই আসছে না..
চামচ উপচে রোদ
চাপ তাপ সবই বাড়ছে-
শেষে মাথায় একেবারে টাকে..
যাক শেষে মিলেছে -
মিলেছে শব্দ হ্যাঁ ঠিক-
এটাই তো খুঁজছিলাম
চারদিক...আলোয় আলোময়..
শূন্য ছায়া নিয়ে
বিদায় নিলাম -
মারলাম ডুব...
ব্যাস লড়াই শেষ-
এবার চোখ বন্ধ করে
স্নিগ্ধ শরীরে-করজোড়ে-
নমস্কার..
ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং...
********----------------*********