।।ইতিহাসের পাতা থেকে।।
-- প্রলয় রায়


রাত গভীর এখন-
এলইডি গুলো জ্বলছে-
বারান্দায় বা কারো আবার ছাদে-
বাড়িগুলো সব আলোক সজ্জিত।
কোনটা স্থির,কোনটা বা দপদপ করছে।
যেন রাতের তারার রুপ নিয়েছে-
তারাদের আজ অভাব দেখছি বড়-
সিত্রাং এর প্রভাব বোধহয়-
মঙ্গল আর বৃহস্পতি অবিকল স্থির-
ঘুম আসছে না-
কিছুতেই ঘুমাতে পারছি না-


চল্লিশ বছর আগের ইতিহাস-
রাজেন্দ্র সাহু-ছেলেবেলার বন্ধু।
কালীপূজোর জমজমাট ভীড়-
সেকেন্ডারি রোড-হঠাৎই -
চিনেছি সঠিক। রাজেন বলে ডাকতেই-আকাশ থেকে পড়লো।
দুজনেই দুজনকে জড়িয়ে ধরেছি-
একটা ইতিহাসের পাতা বেরিয়ে এল-


কার্নিশে শিশিরের বিন্দু জমেছে-
শীতের আগমনি বার্তা দিচ্ছে-
শীত শীত ভাব-কার্তিকের রাত।
চারিদিকে আলো -অথচ দেখার
কেউ নেই -
শিল্প নগরী ঘুমিয়ে পড়েছে -
রাতে হাঁটছি ছাদে - হেঁটেই চলেছি
সাথে ইতিহাসের পাতা-
চল্লিশটা বছর!-কম কথা তো নয়!
দিলীপ,রবি,সুব্রত,অমিত,মৃন্ময়ী...
আরও কতজন..
অঞ্জলি দিদি মণি-
আমাদের ক্লাস টিচার
রামকৃষ্ণ এক্সটেনশন প্রাইমারি স্কুল-কত কথা হলো-
সত্তর দশকের শেষ বছর গুলো-
-ইতিহাসের সব পাতাগুলো যেন মুখস্থ-
মান্থলি টেস্টের খাতা বেরনো-
শীতের স্পোর্টস-
সব যেন হুড়মুড়িয়ে মনে আসছে।


রাত আরও নিঝুম হচ্ছে-
একদল পাখি উড়ে গেল হঠাৎ -
ডানা থেকে কি সুন্দর আলোর প্রতিফলন-
সন্ধ্যার অযাচিত শব্দ তরঙ্গ  বিদায় নিয়েছে-
দূরের কোন প্যান্ডেল থেকে মিউজিক কনসার্ট কানে আসছে-
তবু যেন রাজেনের সাথে গল্প
করে চলেছি-
কালীপূজো আমার জীবনে
এমনিতেই স্মরনীয়।  
বারো বছর আগে কালীপূজোর
দিনেই হারিয়েছিলাম বাবাকে-
বাবার কথা আজ খুব মনে পড়ছে-
এই তো দুদিন আগেই
বাবাকে স্বপ্ন দেখেছিলাম-ভুত চতুর্দশীতে
কাকতালীয় হতে পারে-
"সিক্স ওয়াইজ ম্যান"-
বাবার কাছে পড়েছিলাম।
কুচ্চুর সেই চোখে চশমা অথচ
খুঁজে পাচ্ছে না-
দি এরোপ্লেন-ইংরাজি পাঠ্য বই থেকে।
পড়ার সময় বাবার সেই কথাগুলো-
আমি যতবার বলি-আমার পড়া শেষ।
বাবা বলতেন-আবার পড়-রিপিট কর-
বাবার কথায়-"সোনা যত ঘষবি তত উজ্জ্বল হবে"


ছাদে পায়চারি করছি-
ভাবতে ভাবতেই অন্ডালের
আকাশ পথে ফ্লাইট নামছে
-'দি এরোপ্লেন' কি আশ্চর্য!
এতো একেবারে বাস্তব-স্বপ্ন নয় -
স্পষ্ট দেখা যাচ্ছে-
স্পাইসজেটই হবে বোধহয়-
আজ এত লেট! যাক গে-


অন্ধকারে কারা যেন ঝাপটা দিলো-
পোষা পায়রাগুলো  মনে হচ্ছে


রাত্রি দ্বিপ্রহর -
নাঃ এবার শুয়ে পড়ি-
ইতিহাস রোমাঞ্চকর -এর শেষ নেই


আর সিত্রাং এর চিন্তা নেই-
বাংলাদেশের দিকে চলে গেছে
এখন ঝড় থেমে গেছে-
কিন্তু আমার মনের ঝড় চলেছে অবিরত-অবিরাম -
বাবার জন্য হাহাকার -
বাল্য বন্ধুদের জন্য হাহাকার -
সবার সাথে একবার যেন দেখা হয়-
কথা হয় যেন- একবার অন্ততঃ।
★★★★★★★★★★★★★★
Copyright @প্রলয় রায় //২৬/১০/২০২২