।। জীবনের রঙ ।।
  -- প্রলয় রায়
রাজার হোলির রঙ মাখে সবাই
চেটেপুটে খাবে সব যত ক্ষীর দই
গিরগিটি সেজে যায় রানির রঙে
জীবনের ওঠা পড়া নামাবলী ঢঙে।


গরিব চাষি ভাই সবুজের মাঠে
জেলেরা মাছ ধরে পুকুরের ঘাটে
তাকে নিয়ে টানাটানি করে তল্লাটে
হোলিতে ডোবায় ওরা রেখে ভুখা পেটে।


মেহনতি মানুষেরা রোদ ঘাম  মাখে  
কলিজা আছে তাই বহু জন সাথে
প্রতিবাদী হয় যারা রাজ রঙ মাখেনি
প্রতিপদে হেনস্তা,অকারণ হয়রানি।


চলো আজ মাখি রঙ পলাশের রঙে
কালো আর সাদার সব বিভেদ  ভেঙে
মনের মাঝে উঠুক গেয়ে সেই আনন্দের গান
মানুষ সে শুধুই মানুষ-নেই কোন ব্যবধান।