----।।ক্ষতচিহ্ন।। ----
---প্রলয় রায়


কিছু কথা মনে গেঁথে যায়
বারে বারে ফিরে আসে যায়
কিছু ছবি মনে দাগ কেটে যায়
ঘুরে  ফিরে মনের গভীরে বেড়ায়।
যত তুমি ফেলে দাও সজোরে
তত জোরে লাফ দিয়ে ফের ভেতরে
সময়ের অনন্ত স্রোতের কাছে কিছু ক্ষন মোটে রাশ তার
তবু আজীবন পুনঃ পুনঃ ঘুরে আসে বারবার।
উদাসীন ভাবে চাঁদের আড়ালে
উঁকিঝুঁকি মারে,জোছনার সাথে খেলে
কোন বোঝা নেই, তবু যেন বোঝা লাগে
নীল রঙা ঢেউ এ চড়ে নিদ্রাহীন রাতে।
নির্জন দুপুরেও যেন ঘোরে প্রকৃতির মাঝে
পুরনো গাছেরা আজও ক্ষত চিহ্ন বয়ে চলে
নীল শিরার কাটা দাগ ফুঁপিয়ে কেঁদে ওঠে।
লাল ধমনী সমতা রাখে নরম উষ্ণতা দিয়ে।
        --------++++++--------