।। ক্ষত।।
  - প্রলয় রায়


হে পৃথিবী তোমার ক্ষতগুলো এবার বন্ধ করো-
আগুনের মুখ নিয়ে খেলেছ অনেক -
পুড়েছে বিবেক-
এবার জল ঢালো-
তোমার আগুনে পুড়েছে নারী- শিশু    
বাদ যাইনি কেউ-
যুবার শরীরে  কাঁচা রক্তের দাগ-
বৃদ্ধেরা কংকাল সার মৃতের সোহাগ-


কফিনে ঢুকেছে দেহ-
কেউ তো হয়েছে ছাই-
সে তো আমারি ভাই-


তোমার আগুনে খেলা বন্ধ করো-
বড্ড চালাক হয়েছো-সেজেছ ফকির
আর আগুনের মশাল কই-
এখন রন্ধ্রে রন্ধ্রে ভাজছো খই-
বহুরুপীর বেশে-বহুজাতির দেশে।


আজ
আগুনের ছাই নেই-
সারিবদ্ধ কফিন নেই-

বড্ড চালাক হয়ে গেছ তুমি-
আজ রক্তকনিকায় লাগিয়েছো দহন
বাইরে নয়-ভিতরে শবদাহের আগুন।
তীব্র জ্বলনে জ্বলছে শ্রমিকের জীবন


সুদূর আফ্রিকা থেকে সাহারা হয়ে আরবে-
এশিয়া আমাজনে তুমি ঢুকেছ নিরবে।


তৃতীয় দুনিয়ার ক্ষত ঢেকেছ মলমের বশে-
ভিতর  বেঁধেছো ক্ষতে- রক্তে!
এবার ছাড়ো তোমার ছদ্মবেশ-
নইলে ক্রোধের আগুনে হবে শেষ -


হে পৃথিবী-
বন্ধ করো এ খেলা-
একটু সুবাতাস দাও-
গ্রহ টাকে এবার বাঁচাও -