।।মাঝ আকাশে।।
-প্রলয় রায়

এখন আমি বসে শততলে  আকাশের মাঝে
অর্ডারে এখন হেঁটে হেঁটে স্বপ্নও চলে আসে
আসবে যদি তুমিও এসো চড়ে মেঘের ভেলায়
মেঘ আনাগোনা সদায় এখন খোলা জানালায়।


অফিস বাজার হাঁটাহাঁটি সবই এখন ঘরে
পা থেকে মাথা সবই আছে অন্তর্জালে জুড়ে
কখন ঘুমায়  কখন জাগি নিজেই জানিনে
মানুষ নয় রোবট আমি চলছি কারো অধিনে।


বিশ্ব জুড়ে ঘুরছি আমি দেশ থেকে বিদেশে
সবই কেবল একলা আমি ঘরেই বসে বসে
ডেলিভারি বয় বন্ধু যেন আসেনা কেউ কাজে
দৌড়ে ছুটে দেওয়াল মাঝে আঘাত হানি নিজে।


খেলাধুলা আড্ডা মারা মাঠের মাঝে বসে
গেছি আমি কবেই ভুলে মাঝ আকাশে বসে
নৌকা চড়া গাঁয়ের নদী এপার ওপার যাওয়া
হারিয়ে গেছে সবই আমার উধাও জীবন হাওয়া।


হাঁপিয়ে উঠছি শিরায় শিরায় ভাল্লাগে না যে
জানালা গলে ঝাঁপাবো আমি মানুষেরি মাঝে
অভুক্ত রই রবো- ছুটবো তবু সারা মাঠ জুড়ে
বাতাস বুকে টেনে আমি বাঁঁচবো নিজের গাঁয়ে।
---+++++++++++++++---