।। নৈশ ভ্রমণে।।
-- প্রলয় রায়


এখন নিত্য রুটিন বলে কিছু নেই-


মধ্যরাতে বাড়তি শর্করার বিয়োজন
শহরে জুড়ে চলছে নাসিকার  গর্জন
জনহীন  রাতের গায়ে হিমেল বাতাস
স্তব্ধ রাতের বাঁশীতেও সুরের আভাস।


ফাঁকা রাস্তা অথচ কত পরিদর্শক


মোড়ে ঘুমন্ত সারমেয়র কান খাঁড়া
চেনা শব্দে ওঠার নেই কোন তাড়া
পাখির ডানার ঝাপটে নিশি অভিবাদন
বিশ্রামরত গাড়িতে উড়ছে সবুজ নিশান।


নৈশ প্রহরীর উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত


রাস্তায় শান্তিতে ঘুমিয়ে কোন মদ্যপ
শীতের সাহস নেই কেড়ে নেয় উত্তাপ
অশরীরি আত্মার ছায়ারা এখন জীবন্ত
ঘুমন্ত গঞ্জের শহরে এখন শান্তি অফুরন্ত।
**********_______**********