৷৷ ওরা জানতো না ৷৷
    


ওরা জানতো না-
লোকটার ভিতরে এত আগুন,
থরে থরে হয়ে যাবে বিস্ফোরণ ।
ওরা জানতো না-
শব্দ সাজালে তার ক্ষমতা কতটা-
নিঃসংগতা সৃষ্টি করে সৃজনশিলতা।
ওরা জানতো না-
কবির দরজা হাট করে খোলা।
নির্বিষ হিল্লোল থেকে হবে জন মেলা।
ওরা জানতো না-
কড়ি কাঠে গোঁজা দুঃখগুলো  
উড়ে এসে করবে সবএলোমেলো।
ওরা শুধু জানতো-
সুদীর্ঘ পথের ক্লান্তির রেশে
মুছে যাবে সব নিঃশেষে।
কিন্তু আসলে-
প্রতিকুলতায় জীবন যখন আবিষ্ট
তখনই চেতনার অংকুর হয় উন্মোচিত ।