।।অসময়।।
         ----- প্রলয় রায়


এখন সময় আমার কাটে একটানা লিখে-
পাহাড় চূড়ায়  থেকে শুধু  আকাশটা দেখে-
পিছনে অমাবস্যার চাঁদ উঁকি ঝুঁকি মারে-
রাতের আকাশে এখনো বুনো চিল ওড়ে-


চায়ের দোকানে বুড়োরা জমাটি আড্ডায়-
খুঁকখুঁক কাশিতে আড়ে বারেবারে  দেখে
এক কালের বড় দিকপাল  অফিসের কর্তা
লেকচারে ব্যাস্ত কোলাহল পাকা চুল শ্রোতা।


সিগারেটের ধোঁয়া বক্ষগহ্বরে  বাড়ায় কার্বন-
না কিনলে বাড়ে দোকানীর  জমা অভিমান -
বাড়তি পথ শিশু নিজস্ব কায়দায় চোখ রাঙায়  
উঠতি যুবতি ব্যাস্ত হেডফোনে  শূন্যে  তাকায়।


ছুটেছে বেকার কিছু নতুন খবরের আশায়।
দালালে নিয়েছে পিছু ঐ শিকারের হতাশায়
দেশে আশা নিরাশা মাঝে চাই ভরষার শ্লোগান
ভাঙতে বাধার দেওয়াল উড়াতে বাঁচার নিশান।