।। রাজপথে।।
--প্রলয় রায়


বিষাক্ত হয়েছে যেন  এ রাজপথ
গতির লড়াই কেড়েছে কত শপথ
ভগ্নাংশ হিসাব কিঞ্চিৎ হেরফেরে
ঝলমলে জীবন মুহূর্তে পরপারে।


রঙিন স্বপ্নগুলো উড় ছিলো ডানা মেলে
ভোগের লালসার অন্তিম শ্বাস  নিলে
এখন শুধু নিথর দেহ-শূন্যে চোখ মেলে
হাঁপরের ফাঁপা পথ নিমেষে ক্লিপ জালে।


কত ইতিহাস রচনা-বাকি কত খাতা
হিসেবের খাতা যেন-রাশি রাশি পাতা
গতির চরম সীমা কেড়ে নেয় হেথা
যুযুধান মানুষের এখন শুধু নীরবতা।


দু পাশের দুঃখী গাছের ধূসর পাতা
ওদের রান্না ঘরে করেছে কত বাঁধা  
সাক্ষী থাকে জীবনের চরম সময়ে
চলে যায় রসাতলে-সূর্যাস্ত অসময়ে।
*********************